পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিঠিয়ে হত্যা করেছে তার পুত্রবধু। উপজেলার পৌরশহরের আসাদনগর এলাকায় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত পারুল ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পর পরই পুলিশ পুত্রবধু লিপি আক্তার (২৭) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বিয়ের পর থেকেই বৃদ্ধা পারুল বেগমের সাথে পুত্রবধু লিপি আক্তারের পারিবারিক দ্বন্ধ চলছিল। রোববার রাতে লিপি তার মেয়েকে পড়ানোর সময় শাশুড়ি পারুল বেগমের সাথে কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে লিপি তার শাশুড়ির হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে শাশুড়ির মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে লিপি চিৎকার করে বলে তার শাশুড়িকে বহিরাগত লোকজন মেরে ফেলে চলে যায়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরহেদ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধুকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।