রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের উলোছড়ি এলাকায় ট্রাক ও ইজিবাইক (অটো) মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন আহত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদিকে অটো যাত্রী নিয়ে আসছে, বিপরীত দিক থেকে ট্রাকটি আসছিল। তারপর ট্রানিং এ এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে হয়। এতে অটোতে থাকা চালকসহ দুইজন আহত হন।
আহতরা হলেন, পরান্টু চাকমা (অটোচালক), পিতা: সুপ্ত বিলাস চাকমা, এবং আদর্শ চাকমা (যাত্রী), পিতা: মানিক রতন চাকমা। তারা উভয়েই খেদারমারা ইউনিয়নের উলোছড়ি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সংশ্লিষ্ট ট্রাকটি আটক করে। জানা গেছে, ট্রাকটির মালিক করিম সদাগর বর্তমানে আহতদের চিকিৎসা ব্যয় বহন করছেন।