জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স সংগঠন। সোমবার (২০ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক ফাহিম হাসনাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৯ অক্টোবর রাতে আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ও ক্ষোভ।
বিবৃতিতে সংগঠনের সভাপতি সাফা আক্তার নোলক ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আবাসন সংকটের কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অনিরাপদ পরিবেশে বসবাস ও টিউশনি করতে বাধ্য হচ্ছে। শিক্ষার্থীদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না হওয়া প্রশাসনের দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ।’
সংগঠনটির পক্ষ থেকে নিম্নলিখিত দাবি জানানো হয়:
১. অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
২. শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজকে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে।
বিবৃতির শেষে বলা হয়, একজন শিক্ষার্থীর মৃত্যু কোনো পরিসংখ্যান নয়- এটি আমাদের সমাজের দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। এখনই যদি দায় নির্ধারণ ও শাস্তির নজির স্থাপন না করা হয়, তবে এ ধরনের ট্র্যাজেডি আরও ঘটতে থাকবে।
উল্লেখ্য, জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র লেখক সংগঠন। এটি বিভিন্ন জাতীয় পত্রিকা, ম্যাগাজিন এবং অনলাইন পোর্টালে জাতীয়, আন্তর্জাতিক সামাজিক ও ক্যাম্পাসভিত্তিক নানা বিষয়ে নিয়মিত ফিচার, কলাম ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে থাকে।