ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার ও এ দেশের আলেম-ওলামারা। ইসলামী রাজনৈতিক দলসহ আওয়ামী মতের বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষ অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। যেদিন থেকে আলেমদের ওপর নির্যাতন শুরুকরেছে সেদিন থেকেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন শুরু হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় ইমাম ও ওলামাদের সমন্বয়ে খতমে কোরআন, খতমে শিফা বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি‘র নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর- ২ আসন থেকে বিএনপি‘র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ কখনো বাংলাদেশে সুস্থ ও জনস্বার্থে রাজনীতি করেনি। তারা সবসময় নিজেদের ও ভারতের স্বার্থ হাসিলের জন্য অসুস্থ ও স্বৈরাচারী মনোভাবের রাজনীতি করেছেন। দীর্ঘ ১৬ বছরে বিএনপিসহ সকল বিরোধী দলের নেতাদের হত্যাযজ্ঞ, গুম খুন. এবং হেফাজতে ইসলামসহ সকল হত্যাকান্ড ঘটিয়েছে ।
ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,বিএনপি ক্ষমতায় আসলে আলেম ওলামাদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং সকল মসজিদ মাদ্রাসার উন্নয়ন করাহবে। আলেম ওলামারা আছেবলেই আমাদের দেশ এখোনও টিকে আছে তাই আলেম ওলামাদেরকে যথাযথ মর্যাদা ও সম্মানকরা আমাদের কর্তব্য ও দায়ীত্ব ।
দশানী বোরহানুল উলূম মাদ্রাসার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন,অত্র মাদ্রাসার যত রকমের উন্নয়ন কাজকরা দরকার বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের উন্নয়নকাজ করাহবে।
বালু উত্তলোন সম্পর্কে তিনি বলেন, আমাদের মতলবের সিমানায় নদীথেকে কাউকে বালু উত্তলোন করতে দেওয়া হবেনা এবং মদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা এই মতলবের মাটিতে হবে না ইনশাআল্লাহ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে দশানী বোরহানুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে শায়খুল হাদিস ওস্তাজুল ওলামা আলহাজ্ব মাও: সিরাজদ্দৌল্লাহর সভাপতিত্বে ও মাও: মুফতি মোহাম্নদ সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আলহাজ্জ মাও: মো: হাবিব উল্লাহ সরকার। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমামগণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে ড.মেহাম্মদ জালাল উদ্দিন কলাকান্দা ইউনিয়ন শ্রমিকদলের কার্যলয উদ্বোধন করেন ।