× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্ত আটক

সাভার প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ১৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত।

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সর্বশেষ পলাতক আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও (৪০) সাভারের কমলাপুর গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। এর আগে গত ১৮ অক্টোবর মিঠু বিশ্বাস এবং ১৯ অক্টোবর মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারের এক শিশুকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। পথে প্রধান আসামি সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে সোহেলের বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

প্রধান আসামি সোহেল রোজারিও বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.