চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায়, ৭টি দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ আগুনে পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানজিমুলের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব জানান, তার দোকানে দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিনসহ আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। মোবাইল সার্ভিসিং এর ব্যবসায়ী তানজিমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস সহ সব পুড়ে শেষ।
স্থানীয় মো. টেলু গাজী, সেকান্দর গাজীসহ কয়েকজন বাসিন্দা বলেন, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোকজন ছিলো। তবে আগুন দেখে সব লোকজন বের হয়ে যায়। এরপর আগুন বাড়তে থাকে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দিলে, তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় আগুনের খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সোয়া ৯টার দিকে পুরোপুরি আগুন নির্বাপণ করা হয়।
তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে বলেও তিনি জানান।