× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠিকাদারদের ক্ষোভে এলজিইডি, পালালেন নির্বাহী প্রকৌশলী

ঠাকুরগাঁও প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ১৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত।

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের তোপের মুখে অফিস ছেড়ে পালানেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, প্রায় ৪০০ ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে সোমবার অফিসে উপস্থিত হন। এসব টেন্ডারের ওপেনিং ডেট ছিল ওইদিনই। নিয়ম অনুযায়ী ঠিকাদাররা প্রায় ৬৯ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন।

তবে হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানিয়ে দেন, টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং ঢাকায় কাগজপত্র পাঠানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা আগে থেকে কেন কোনো নোটিশ দেওয়া হয়নি-এসব বিষয়ে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা।

অঘোষিতভাবে টেন্ডার বাতিলের এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা। তারা জানান, “কোনো পূর্বঘোষণা বা কারণ না জানিয়ে হঠাৎ টেন্ডার বাতিল করা হয়েছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।”

এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস অফিস ছেড়ে চলে যান বলে জানা গেছে। দীর্ঘ সময় তার কক্ষে অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনায় ক্ষুব্ধ ঠিকাদাররা নোটিশ ছাড়াই টেন্ডার বাতিলের প্রতিবাদে কঠোর আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.