× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ

উবাসিং মারমা, রুমা

২০ অক্টোবর ২০২৫, ২০:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উদ্যোগে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের প্রংজাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর ) রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল এ. বি. এম. শাহ্ রেজা, এর নির্দেশনায় অধীনস্থ রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্পের কমান্ডার বিদ্যালয়টিতে ১টি চেয়ার, ১টি টেবিল এবং ২০টি বেঞ্চ হস্তান্তর করেন।

 শিক্ষা সহায়ক সামগ্রী তৈরির পূর্ণ আর্থিক ব্যয় বহন করে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। স্থানীয় শিক্ষার্থীদের জন্য এসব আসবাবপত্র বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, “বিজিবি সর্বদা সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে রয়েছে।” এ ধরনের উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও দৃঢ় করবে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,আমাদের স্কুলে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীরা মাটিতে বসে পড়াশোনা করত। এখন রুমা ব্যাটালিয়নের এ সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

একজন শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়,এখন আমরা সবাই বেঞ্চে বসে পড়তে পারব। এতে লেখাপড়ায় আরও মনোযোগ দিতে পারব। গ্রামবাসীর পক্ষ থেকে একজন অভিভাবক বলেন, বিজিবির এ উদ্যোগ শুধু স্কুল নয়, পুরো গ্রামের মানুষের মন জয় করেছে। সন্তানদের পড়াশোনার জন্য তারা যা করেছে, আমরা কৃতজ্ঞ।

রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ভবিষ্যতেও সীমান্ত রক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.