ছবি: সংগৃহীত।
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে সারাদেরশ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধিরা পাঠানো সংবাদ:
কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এসময় বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সভাপতি আব্দুল গণি, শিক্ষক ও জামায়াত নেতা রায়হান সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতারা জানান, স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গণঅভ্যূত্থান পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্খা ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে সংস্কার প্রস্তাব ও নানা দাবি উপস্থাপন করা হলেও সরকার নিরব ভূমিকা পালন করছে। একারণে আন্দোলন আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না। নেতৃবৃন্দ জানান, তাদের দাবির মধ্যে বাড়ি ভাড়া বেতনের শতকরা ৪৫ ভাগ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১ হাজার ৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এবং নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করা। একই সাথে বিগত সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
ইমরান হোসেন, কিশোরগঞ্জ জানান, কিশোরগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে ৭ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দুপুর ১২টায় শহরের শহীদী মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন ধরে শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তারা বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনের ফলে বিগত সরকারের পতন হলেও জাতি গড়ার কারিগর শিক্ষকরা এখনও সেই বৈষম্যের শিকার।’
শিক্ষক নেতারা আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাজনক।’ এখনও সময় আছে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার দাবী জানান তারা। অন্যথায় আন্দোলন আরো কঠিন থেকে কঠিনতর হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষক নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সদর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সদর সাধারণ সম্পাদক সানাউল্লাহ খান, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়াদার, জেলা মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তুম আলী, জেলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশীর আহমেদসহ আরো অনেকে।
অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দের ব্যানারে গত রোববার সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনদফা দাবির সমর্থনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালরয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের সহকারী অধ্যাপক অরুন কুমার সরকার, সাচিবি বিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মো. হাছানুজ্জামান লাভলু, জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক চন্দনা মন্ডল, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের ফুলবাডী উপজেলা শাখার আমির মাওলানা মো. হাবিবুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যাললয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলম, খাজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. রমজান আলী, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক খায়রুল আনাম আবেশ, সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক রুস্তম আলী, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জনি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh