বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ এবং পথসভা শুরু করেছেন। এই কর্মসূচি ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অক্ষুণ্ন রাখার প্রয়াস হিসেবে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া প্রথম দিনের এই জনসংযোগ ও পথসভা কার্যক্রমে কর্নেল আনোয়ার হোসেন উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন, নারায়নপুর, বানারীপাড়ার চাখার ইউনিয়ন, বাইশারী ইউনিয়ন, সলীয়া বাকপুর ইউনিয়ন, বানারীপাড়া পৌরসভা-বন্দর-বাজার, সৈয়দকাঠী ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও হাট-বাজার পরিদর্শন করেন। তিনি সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে লিফলেট বিতরণ করেন ও সমর্থনের আহ্বান জানান।
পথসভায় কর্নেল আনোয়ার হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়। আমরা চাই রাষ্ট্র কাঠামো সংস্কার করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক-এই নীতি ৩১ দফার মূল ভিত্তি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র বাঁচাতে হলে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এই ৩১ দফা কর্মসূচি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতীয় চুক্তি। ধানের শীষ হবে গণমানুষের মুক্তির প্রতীক, যা দেশের প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও নাগরিক অধিকারের কাঠামোকে নতুনভাবে গড়ে তুলবে।”
স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। পথসভায় উপস্থিত জনতা কর্নেল আনোয়ার হোসেনকে উষ্ণ অভ্যর্থনা জানান।
কর্নেল আনোয়ার হোসেন বলেন, “আমরা চাই একটি রাষ্ট্র যেখানে আইনের শাসন, গণতন্ত্রের মর্যাদা, স্বচ্ছ প্রশাসন এবং নাগরিকের অধিকার সর্বোচ্চভাবে প্রতিষ্ঠিত হবে। এটি অর্জন করতে হলে জনগণকে সচেতন এবং সক্রিয় হতে হবে। এই পথযাত্রা সেই উদ্দেশ্যেই শুরু করেছি। আপনারা ধানের শীষের সাথে থাকুন।”
স্থানীয় নেতারা জানান, এই জনসংযোগ কর্মসূচি কয়েকদিন ধরে অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত হবে। তারা আশা প্রকাশ করেন যে, এই পদক্ষেপ স্থানীয় জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।