× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগ দান

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

২১ অক্টোবর ২০২৫, ১৪:১৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ২শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। সাদুল্লাপুর ইউনিয়নে ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী গতকাল সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিএনপিতে যোগ দেন। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন তাদের ফুল দিয়ে স্বাগত জানান এবং তাদের হাতে ধানের শীষের তোরা তুলে দেন।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমরা সবাই শান্তি চাই। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করলে দেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাই। আমরা সবাই এ দেশের নাগরিক।

তিনি বলেন, বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফায় সবার অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছেন। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমি নিচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের, গণতান্ত্রিক, শান্তির বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, এদেশে মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সকল উন্নয়ন কাজ করা হবে যত রকমের সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা হবে।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসেম প্রধানের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ব্রাক্ষন কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামী। অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা- কর্মিরা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.