রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো সাংবাদিক মহলে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজস্থলীর সংবাদকর্মীদের মাঝে।
আগামী ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, প্রার্থী তালিকা প্রকাশসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মো. আজগর আলী খান ও মো. আইয়ুব চৌধুরী। এছাড়া সাধারণ সম্পাদক পদে লড়ছেন- মো. হাবীবুল্লাহ মেজবাহ ও মো. সুমন খান। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০জন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনারের বক্তব্য:
রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার মো. শাহরিয়ার বিশ্বাস বলেন, “দীর্ঘদিন পর সাংবাদিক সমাজে গণতান্ত্রিক চর্চার এই পুনরুজ্জীবন আমাদের সবার জন্য আনন্দের। আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রবীণ সাংবাদিকের মন্তব্য:
প্রেস ক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা বলেন, “দীর্ঘ ১৫ বছর পর প্রেস ক্লাবে নির্বাচন হওয়া সত্যিই ঐতিহাসিক ঘটনা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজস্থলীর সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।”
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য:
সভাপতি পদপ্রার্থী বর্তমান সভাপতি মো. আজগর আলী খান বলেন, “আমি প্রেস ক্লাবের ঐক্য, সততা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষা করতে চাই। সহকর্মীদের সঙ্গে থেকে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলব।”
অন্য প্রার্থী মো. আইয়ুব চৌধুরী বলেন, “আমরা রাজস্থলীর সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে চাই। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবীবুল্লাহ মেজবাহ বলেন,“নিরপেক্ষ সাংবাদিকতা ও ক্লাবের উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”
অপর প্রার্থী মো. সুমন খান বলেন, “নতুন প্রজন্মের সাংবাদিকদের পাশে থেকে তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চাই।”
উল্লেখ্য,,দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই নির্বাচন রাজস্থলীর সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় সংবাদকর্মীরা বলছেন,“এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং রাজস্থলীতে মুক্ত সাংবাদিকতার নতুন সূচনার বার্তা।”