× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

উজিরপুর-বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৫, ১৪:৫২ পিএম

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। শোলক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলা এলাকায় গতকাল সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনাবাহিনীর মেজর জিহান উদ্দিনের নেতৃত্বে সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি বিশেষ দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের মৃত মোকলেছ হাওলাদারের ছেলে মো. রফিক হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র রাখার একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

তদন্ত সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে রফিক হাওলাদার স্বীকার করেন যে, তার নিজ বাড়ির একটি তালাবদ্ধ ঘরে অবৈধ অস্ত্র ও গুলি লুকিয়ে রেখেছেন। তার দেওয়া এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে যৌথ বাহিনী দক্ষিণ শোলক গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তার বসতবাড়ির তালাবদ্ধ ঘরে তল্লাশি চালিয়ে একটি লোহার ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।

অভিযানস্থলে উপস্থিত স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে এলাকাবাসী, সেনা ও পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানান। এলাকাবাসীর মতে, রফিক হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। যৌথ বাহিনীর এ অভিযান তাদের কাছে স্বস্তি ও নিরাপত্তার বার্তা বয়ে এনেছে।

উজিরপুর মডেল থানার এসআই মো. মাহাফুজুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় জমা রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “আমি বাদী হয়ে মো. রফিক হাওলাদারকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছি।”

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধার হওয়া অস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে রফিক হাওলাদারকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিযান-পরবর্তী সময়ে দক্ষিণ শোলক এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। স্থানীয়রা মনে করছেন, এই অভিযান এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের প্রভাব কমাতে সহায়ক ভূমিকা রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.