মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
পদ্মা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এর নেতৃত্বে অভিযানটিতে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অপরদিকে কোস্টগার্ড এককভাবে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন। এতে ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। তবে উভয় অভিযানে কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। উভয় অভিযানের জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশগুলো মাওয়ার স্থানীয় মাদ্রাসায় এবং দুঃস্থ মানুষদের মাঝে বিতরন করা হয়।
লৌহজং উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, এই ধরনের অভিযান ২৪ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।