× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতাল ভবনে আগুন, মালিকের বিরুদ্ধে অভিযোগ

বাকি বিল্লাহ্ চৌধুরী, চট্টগ্রাম

২২ অক্টোবর ২০২৫, ১৩:০৬ পিএম

চট্টগ্রামের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ভবনের মালিক ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করেছেন। ভুক্তভোগী সেন্ট্রাল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় তিনি গত ২০ অক্টোবর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল ভবনের নিচতলায় আগুন লাগে। এতে লিফটসহ নিচতলার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, ভবনের মালিক মোহাম্মদ সৈয়দ মিয়া দীর্ঘদিন ধরে নানা কৌশলে হাসপাতাল উচ্ছেদের চেষ্টা করে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, ওই আগুন লাগার ঘটনাটিও সেই পরিকল্পনার অংশ। অভিযুক্ত সৈয়দ মিয়া প্রবর্তক মোড় এলাকার কসমোপলিটন সোসাইটি রোডের বাসিন্দা। তিনি মৃত ইউনুস মিয়ার ছেলে ও সেন্ট্রাল সিটি হাসপাতাল ভবনের মালিক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ভবনের চারটি ফ্লোর আট বছরের জন্য ভাড়ায় নেওয়া হয়। ২০১৮ সালে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। ভবনটি হাসপাতালের উপযোগী করতে লিফট, জেনারেটর, স্যানিটারি লাইন, ইন্টেরিয়র ডিজাইনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হয়। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও মেশিনারিজ কিনতে আরও সাড়ে চার কোটি টাকা খরচ হয়।

এ বিষয়ে রেজাউল ইসলাম বলেন, “চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১ লাখ ৬০ হাজার টাকা ভাড়া দেই। কিন্তু ভবনের মালিক একটি কক্ষ ও এম্বুলেন্স সার্ভিস নিজের ব্যবহারের জন্য দাবি করেন। রাজি না হওয়ায় ভাড়া গ্রহণ বন্ধ করে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। পরে আদালতের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হয়।”

তিনি অভিযোগ করেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটিও আমাদের উচ্ছেদের অপচেষ্টার অংশ হতে পারে।”

এ বিষয়ে ভবন মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.