× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃদ্ধ ফেরিওয়ালার সংগ্রামী জীবন

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ)

২২ অক্টোবর ২০২৫, ১৪:০৪ পিএম

সন্ধ্যায় ক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে হাঁটছেন এক ফেরিওয়ালা। মাঝে মধ্যে থেমে থেমে গামছা দিয়ে শরীরের ঘাম মুছার চেষ্টা করছিলেন। কিন্তু বৃষ্টির মতো যেনো টপটপ করে শরীর থেকে পড়ছিল ঘাম। বয়সের ভারে নুইয়ে পড়া শরীর নিয়ে ধীরলয়ে কুঁজো হয়ে হাঁটছেন। কাঁধে বাঁশের ফলা আর দুইদিকে ঝুড়িতে রাখা নতুন পুরাতন কাপড়। কখনো এঁকে বেঁকে চলছেন জীর্ণশীর্ণ শরীর নিয়ে।  গ্রামের পথেঘাটে এভাবেই পায়ে হেঁটে দীর্ঘ ৫০ বছর ধরে চলছে বৃদ্ধ রইস উদ্দিন (৮৮) এর সংগ্রামী জীবন যুদ্ধ।  

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আতকাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে রইস উদ্দিন। আইডি কার্ডের বয়স ৮৮ হলেও তার দাবি, প্রকৃত বয়স শতবর্ষ ইতিমধ্যেই ছুঁইয়েছে। রইস উদ্দিন জীবনে অনেক যুগ পেরিয়ে আসলেও এখনও অভাবের সাথে রীতিমতো যুদ্ধ করে চলেছেন। গ্রামের আশপাশের অনেকের জীবনে পরিবর্তন আসলেও দীর্ঘ জীবনে এখনও সুখ অধরা এক স্বপ্নের নাম। অভাবে কখনো কারো কাছে হাত পাতেননি। জীবনের ক্রান্তিলগ্নে এসে এখন আর শরীর ঠিকমতো কাজ করছে না। নিজের শরীরের সাথে যেনো স্বামী স্ত্রীর সংসার থমকে আছে। একটু সহানুভূতি আর সহযোগিতা তার জীবনের শেষ সময়ে একটু সুখ এনে দিবে এমন চাওয়া তার। 

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রইস উদ্দিন স্বাধীনতার পূর্বে পাকিস্তান আমলে প্রথমে তরকারির ব্যবসা করতেন। এরপর আরও কিছু ক্ষুদ্র ব্যবসা করেছেন। স্বাধীনতার পর থেকে ফেরিওয়ালা হয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। সেই থেকে আজও গ্রামে ঘুরে নতুন এবং পুরাতন কাপড় বিক্রি করেন। কিন্তু পুঁজির অভাবে ১ হাজার টাকার মালামাল নিয়ে চলেছেন প্রতিনিয়ত। বৃষ্টি কিংবা অসুস্থ হলে ঘরবন্দী হয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়। দুই ছেলে দুই মেয়ে তার। আরও আগেই মেয়েদের বিয়ে হয়েছে। এক ছেলে একবছর আগে অসুস্থ হয়ে মারা যায়। বর্তমানে আরেক ছেলে ফালু মিয়া (৩৫) নিজের সংসার চালানো নিয়ে ব্যস্ত থাকেন। সময়ে সময়ে পিতামাতাকে দেখলেও প্রয়োজনের তুলনায় সামান্য। বাধ্য হয়ে একি বাড়ির উঠানে দুই বৃদ্ধ স্বামী-স্ত্রীর আলাদা সংসার করতে হচ্ছে।  

রইস উদ্দিনের স্ত্রী আদর বানু (৬০) বলেন, ‘দুঃখ আর কষ্ট আমাদের জীবনের সাথে মিশে আছে। কতদিন না খেয়ে রোজা রেখে পার করছি। আমি সংসারে আসার পর থেকে অভাবের সাথে চলছি। এই বয়সে কতো কি খাইতে মন চায় কিন্তু সামর্থ্য তো নাই। সরকারি সহায়তা বলতে স্বামী বয়স্ক ভাতা পান। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কামে যেতে পারছেন না। আমরা কিভাবে বাঁচবো বাবা?। ‘ 

বৃদ্ধ রইস উদ্দিন (৮৮) বলেন, ‘আমার জীবনের সাথে যুদ্ধ করে এখনও চলছি। শক্তি যতক্ষণ আছে ভিক্ষা করবো না। অনেক সময় মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি গেরামে গিয়া। মানুষ বলে এখন না আসতে আর। কিন্তু কাজ ছাড়া দেখবো কে আমাদের? টাহা নাই তাই পুঁজি কম। পুরাতন কাপড় মানুষ নিতে চায়না এখন। আমার একটি দোকান আর পুঁজি হলে চলতে পারতাম। স্বামী স্ত্রীর সংসার খুব কষ্টে কাটছে বাজান।’ 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, এই বয়সে বৃদ্ধ বাবা রইস উদ্দিনের জীবন যুদ্ধ আমাদের কষ্ট দিচ্ছে। খোঁজ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সহায়তা দিয়ে তাদের পাশে থাকবো। পাশাপাশি সমাজের দানশীল মানুষ এগিয়ে আসলে এমন জীবন সংগ্রমী মানুষের একটু হলেও স্বস্তি ফিরবে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.