মাদারীপুরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (২২ অক্টোবর ) সকালে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আলিউর হাসানাত খান। অনুষ্ঠানের শুরুতে তিনি মাল্টিমিডিয়া স্লাইডের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ জনগণের ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ, দেনা-পাওনা, জমি বা পারিবারিক বিরোধ আদালতে না গিয়ে স্থানীয় পর্যায়ে দ্রুত সমাধানের জন্য এই ব্যবস্থার কোনো বিকল্প নেই।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড অফিসার রাবেয়া বেগম, ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক এবিএম গোলাম সরোয়ার, উপজেলা কো অর্ডিনেটর নাসির উদ্দীন লিটন, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।