২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কার্প জাতীয় মাছের নার্সারী পরিচালনা বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, গুরুদাসপুর সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, খামার ব্যবস্থাপক মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্য চাষিদের কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা, খাদ্য ও পোনা উৎপাদন, রোগ প্রতিরোধ এবং আধুনিক চাষ পদ্ধতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।’’