× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

২২ অক্টোবর ২০২৫, ১৪:৩৩ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সম্মুখে বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসাসহ বিভিন্ন সবজির বীজ এবং প্রয়োজনীয় পরিমাণে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা জুমা, মাহবুবসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.