× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে প্রবাসীর জমি দখল ও হুমকি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৫, ১৭:০১ পিএম

ছবি: সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের প্রবাসী ইমরান আহমদের মালিকানাধীন জমি ও বসতবাড়ির রাস্তা স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম গং কর্তৃক জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর ছোট ভাই ফারুক আহমদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি প্রবাসী ইমরান আহমেদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় এই সুযোগে টেংরা গ্রামের খাতির আলীর পুত্র নজরুল ইসলাম তাদের পারিবারিক চলাচলের রাস্তা জবরদখল করে বিল্ডিং ও বাথরুমের সেফটি ট্যাংক নির্মাণ করছেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করলেও প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষ বিজ্ঞ আদালত জমির মালিকানা ইমরান আহমেদ ও তার পরিবারের পক্ষে রায় দেন। ফলে নজরুল ইসলাম গং নতুন করে জমি দখলের চেষ্টা করছে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। 

তিনি জানান, ঘটনার বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। নজরুল ইসলাম জাল দলিল তৈরি করে অতীতেও আমাদের জমি জবরদখল করে তার লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক বিল্ডিং নিমার্ণ কাজের চেষ্টা চালায়। জমি জবর দখল সহ নানা অপকর্মের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করলে তার লাঠিয়াল বাহিনী হুমকি ও ভয়ভীতি দেখায়। নজরুল বাহিনীর দ্বারা হুমকিতে আমার পরিবার অনেকটা ভয় ও আতংকের মধ্যে আছেন। 

বিজ্ঞ আদালতের রায়ের আলোকে আমাদের ভুমির সকল বাধা ও স্থাপনা অপসারণ পূর্বক আমাদেরকে জমির দখল হস্থান্তর করার জন্য আদেশ প্রদান করা হয়। জায়গার দখল ছেড়ে না দিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি করতে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করে প্রতিপক্ষ। ফলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় আমরা হাট-বাজার,মসজিদ-মাদ্রাসা ও স্কুল -কলেজে যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রভাবশালী দখলবাজ নজরুল ইসলাম গং অবৈধভাবে জোরপূর্বক পেশী শক্তির দ্বারা জমিদখল করে বিল্ডিং নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তার অত্যাচার ও নির্যাতনে আমাদের পরিবার অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন।

সরকারের নিকট আমার আকুল আবেদন, দরবস্ত টেংরা গ্রামে আমাদের মালিকানাধীন জমি উদ্বার ও ঘটনার বিষয়ে সরজমিনে তদন্ত করে দখলবাজ নজরুল ইসলামের অপকর্মের সত্যতা যাচাই করবেন। তুচ্ছ কিছু হলে নজরুল ইসলাম গং তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করার চেষ্টা করে।  ইমরান আহমেদ তার বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের প্রতি আহবান জানান, অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে নিরীহ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীর পিতা মাহমুদ আলী, চাচা মো আব্দুল্লাহ ও ইস্তিয়াক আহমদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.