রামপালে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেন মাঝে রবি মৌসুমে বিনামূল্যে শীতকালীন ১২ প্রকার শাক-শবজির বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৪৭০ জন কৃষকদের মাঝে এসব বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
কৃষিবিদ অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।