ভোলার চরফ্যাসন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবদুল জলিল বেপারি বাড়ির নিকট গুচ্ছ গ্রাম সংলগ্ন খাল থেকে গতকাল বুধবার বিকেলে শশীভূষণ থানা পুলিশ অর্ধ গলিত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নিয়ে এসেছে।
এলাকা সূত্রে জানা যায় রসুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত কাশেম আলীর পুত্র ছিদ্দিক মিয়াজী (৬৫) গত ২০ অক্টোবর সোমবার বিকেলে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন বহু খোঁজ খবর নিয়ে ও তার কোন সন্ধান পায়নি। মঙ্গলবার খালে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে শশীভূষণ থানা অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ উদ্ধারের খবর পেয়ে মৃত ছিদ্দিক মিয়াজীর পরিবারের লোকজন থানায় এসে এই লাশ তাদের বলে দাবি করেন। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্য হীন ব্যাক্তি ছিলেন। বিষয় টি শশীভূষণ থানা অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল নিশ্চিত করেছেন, তবে মৃত্যুর কারণ জানা যায়নি।