ছবি: সংগৃহীত।
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগ থেকে ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে কমিটি ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল, পথসভা সংবাদ সম্মেলন করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের নিকট চরমপত্র প্রদান (আল্টিমেটাম) দিয়েছে কলেজ ছাত্রদল। একই সঙ্গে সদ্য ঘোষিত কমিটির সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে মাহমুদুল ইসলাম শাওন, যুগ্ম সম্পাদক শ্রাবন আহমেদ, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ ও প্রচার বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান শান্ত।
বুধবার(২২ অক্টোবর)বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলানায়তকক্ষে পদ বঞ্চিত কলেজ ছাত্রদলের নেতৃত্বপ্রদানকারীরা এসব কর্মসূচি পালন করে।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রসংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষওে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একযোগে পাবনা জেলার ঈশ্বরদী সরকারি কলেজসহ ১০ টি কলেজে ছাত্রদলের সংসদীয় কমিটির অনুমোদনসহ ১২ সদস্যের আংশিক কমিটির তালিকা পোস্ট দেওয়া হয়।
সেখানে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের খালিদ বিন পার্থিবকে সভাপতি ও রিয়ামুল ইসলাম রিয়ামকে সাধারন সম্পাদক, ছাত্রলীগ নেতা মোঃ ইমরান খানকে সহ-সভাপতি ও মোঃ তারেক মন্ডলকে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হিসেবে নাম রয়েছে। খবরটি জানারপরই তাৎক্ষনিকভাবে সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক নাজমুল হাসান রিসাদ ও উপজেলা ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম বক্তব্য বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে আমরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে ঈশ্বরদীতে তীব্র আন্দোলন সংগ্রাম করেছি, হামলার শিকার হয়েছি, মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছি।
যে ছাত্রলীগের সন্ত্রাসীদের কারনে কলেজে আসতে এমনকি পরীক্ষা দিতে পারেনি সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী কর্মীদের বাদ দেওয়া হয়েছে। আমরা অনুপ্রবেশকারী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। জেলার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করা না হলে আন্দোলনের কর্মসুচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, মাহমুদুর রহমান শান্ত, শ্রাবন আহমেদ, রোহান, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা সোহান কবির, পৌর ছাত্রদল নেতা সোলায়মান হোসেন সাগর, লালন হোসাইন, শুভ আহমেদ, কলেজ ছাত্রদল নেতা জিজান মোল্লা, ওমর শেখ ও শান্ত আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলো।
এ ব্যাপারে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীতে ছাত্রদলের কোন কমিটি ছিল না। স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রসংসদ। ছাত্রলীগের দায়িত্বশীল পদ থেকে ছাত্রদলে আসা কোন সুযোগ নেই। কলেজ ছাত্রদলের নব ঘোষিত কমিটিতে ছাত্রলীগের কোন নেতা রয়েছে কিনা তা জানা নেই।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh