× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে সার ও সরিষা বীজ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবি: সংগৃহীত।

মাদারীপুরে চলতি রবি শস্য মৌসুমে তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে সোয়া ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলা মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী অনিকসহ অন্যরা।

কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাকচীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। বিশেষ অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি ড. রহিমা খাতুন উপস্থিত কৃষকদের বলেন, রবি মৌসুমে পানি নেমে যাওয়ার পরপরই বারি-১৪ জাতের সরিষা বীজ জমিতে বুনলে মাত্র ৮০ দিনের মধ্যেই সরিষা ফলন তোলা সম্ভব হয়।

পরে সেই জমিতেই বোরো ধানের চাষাবাদ করা সম্ভব। তাছাড়া সরিষা বারি-১৪ জাতের বীজ খুবই উন্নত মানের হয়। প্রতি দুই মণ বিশ কেজি সরিষা বীজ থেকে ৪০ কেজি তেল অর্থাৎ এক মণ সরিষা তেল উৎপাদন করা সম্ভব হবে।

বিনামূল্যে সরিষা বীজ ও সার পেয়ে খুবই খুশি কৃষকরা। শিরখাড়া ইউনিয়ন থেকে আসা কৃষক নজরুল খালাশী বলেন, আমি এর আগেও সরকারি ভাবে বারি-১৪ সরিষার বীজ ও সার পেয়েছি। গত বছরও আমার জমিতে এই জাতের সরিষা বীজের ফলন খুব ভালো হয়েছিল। এবারও আশা করছি ভালো ফলন হবে। একই ধরনের কথা জানালেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের কৃষক মজিবর আকনসহ আরো বেশ কয়েকজন কৃষক।

মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার বলেন, ‘প্রতি কৃষককে ১০ কেজি করে দেওয়া সরিষা বীজ এক বিঘা জমিতে আবাদ করতে পারবেন। তবে সরকারি বরাদ্দ যদি ভবিষ্যতে আরো বেশি পাওয়া যায়, তাহলে আমরা সদর উপজেলার আরো বেশি সংখ্যক কৃষককে এই প্রণোদনার আওতায় নিয়ে আসতে পারব।

মাদারীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে সরকারি প্রণোদনা হিসেবে মাদারীপুর সদর উপজেলার ৪ হাজার ২’শ ৫০ জন কৃষককে সরিষা বীজ বারি-১৪ এক কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিতরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.