ছবি: সংগৃহীত।
সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন বিআরটিএ এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠনও এ দিবসটি সামনে রেখে বিষেশ আয়োজন করেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সিলেট প্রতিনিধি জানান, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন।
সড়কে নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএ-এর ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে যাচাই করে গাড়ির ফিটনেস দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শুধু যোগ্যদেরই বিবেচনা করতে হবে।
পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক আইনসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ন্যূনতম শিক্ষা গ্রহণ করে দক্ষতা উন্নয়ন করতে হবে। সড়কে সবসময় রোড সাইন মেনে চলতে হবে। তিনি সড়ক দুর্ঘটনা এড়াতে প্রতিবার গাড়ি চালানো শুরুর পূর্বে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের ওপর গুরুত্বারোপ করেন।
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ হতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার। আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
এর আগে বিভাগীয় কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫-এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসন চত্বর থেকে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বন্দরবাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার (২২ অক্টোবর ) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, বাস মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, নিরাপদ সড়ক চাই আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ওবায়দুল হক মিলন, সাধারন সম্পাদক আবু হানিফ, ট্রাক, ট্যাংক,লড়ি,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র্যালী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই একলা ডিসেম্বর ১৯৯৩ সালে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। নিসচা’র উপজেলা শাখার সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যার নেৃতত্বে র্যালিটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালির পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুড়িগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের সভাপতিত্ব ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শক নুরুস সাফা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh