× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠুন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)-কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে যৌথ অভিযানে তাকে ঢাকা জেলার আশুলিয়া থেকে আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্র জানায়, গত সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার সময় সিংড়া থানাধীন পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে মিঠুনকে হত্যা করা হয়। জানা যায়, আসামী মাহমুদুল ইসলাম নিক্সন এবং তার বড় ভাই মমিনুল ইসলাম নিশানের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত পারিবারিক ঝগড়া চলছিল। নিহত মিঠুন ছিলেন মমিনুল ইসলাম নিশানের শ্যালক।

ঘটনার দিন, পারিবারিক ঝগড়া মীমাংসার জন্য মমিনুল ইসলাম নিশান তার স্ত্রী, শাশুড়ী মোছা. মনিরা বেগম এবং শ্যালক মিঠুনসহ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে স্কুলের গেটের কাছে পৌঁছা মাত্রই আসামী মাহমুদুল ইসলাম নিক্সন তার সহযোগীদের নিয়ে মিঠুনকে ধারালো ডেগার (ছোরা) দিয়ে বুকের বাম পার্শ্বে এবং গলায় স্বজরে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে সিংড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গত মঙ্গলবার (২১ অক্টোবর) সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.