কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলে আব্দুল আউয়াল ওরফে বাদল (৪২) কে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। র্যাব-১১ নারায়নগঞ্জ এর সহায়তায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা চিটাগাং রোড এলাকা থেকে গত বুধবার (২২ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার র্যাবের এক প্রেস ব্রিফিংএ র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার মো. আশরাফুল কবির সাংবাদিকদের এসব তথ্য জানান।
র্যাব জানায়, আব্দুল আউয়াল খুবই উশৃঙ্খল প্রকৃতির ও মাদকাশক্ত। মাদক সেবন করে প্রায় সময়ই তার স্ত্রীকে শারীরিকভাবে অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায় তার স্ত্রী বাপের বাড়ি চলে গেলে পরে গত ১৭ অক্টোবর তার পিতা আ. মালেককে মাদক সেবনের টাকা এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে খুন করার হুমকি দেয়। একই দিনে পূর্ব পরিকল্পিতভাবে তার পিতাকে খুন করে তারই ছেলে আব্দুল আউল ওরফে বাদল। এ বিষয় নিহতের ছোট ছেলে মো. খোকন বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আব্দুল আউয়াল ওরফে বাদলকে র্যাব গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।