দলীয় মনোনয়নকে ঘিরে প্রথম দফায় হাই কমান্ড থেকে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না সিলেট বিএনপির হাই প্রোফাইল তিন নেতা। খন্দকার মুক্তাদির আহমদ, হুমায়ূন কবির এবং আ ম অহিদ আহমদের অনুপস্তিতি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ বলছেন তারা দেশের বাইরে থাকায় বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে কেউ কেউ বলছেন এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। প্রবাসী অনেক নেতাই সে বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ১৯ অক্টোবর ঢাকায় বিএনপির কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের নিয়ে সভা করেন। এ সভায় সিলেটের সবকয়টি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হয়ে নিজ নিজ অবস্থান এবং তৎপরতা সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন।
বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল। সেখানে নির্দেশনা দেওয়া হয় দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। তবে কোনো কোনো আসনের মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ নামের তালিকা সংক্ষিপ্ত করার চেষ্টা চলবে এমনটি জানা গেছে। বিশেষ করে দলীয় মনোনয়ন বোর্ড থেকে ফরম সংগ্রহ এবং ফি প্রদানের পর প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
এর আগে দলের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে ১৯ অক্টোবরের বৈঠকের মতো আরও কয়েক দফা বৈঠক করতে পারে দলটি। সে সেব বৈঠকে সিলেটের এই নেতাকে দেখা যেতে পারে কি না তা সময় বলে দেবে।