× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে সন্ত্রাসী গ্রুপের হামলায় বিএনপি নেতা নিহত

সাভার প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ১৬:০৫ পিএম

সংগৃহীত।

জমি সংক্রান্ত বিরোধের জেরে সাভারে সন্ত্রাসী জাকির গ্রুপের হামলায় আবু সাঈদ (৫৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় ঘটে। নিহত আবু সাঈদ ওই ইউনিয়নের বেড়াইদ গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া। অন্যান্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়ার সঙ্গে জিয়া মঞ্চের নবগঠিত ঢাকা জেলা কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাভার থানা কমিটির সদস্য সচিব জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, জাকির হোসেনের অনুসারীদের হামলার আশঙ্কায় বাবুল কিছুদিন এলাকা ছাড়াও ছিলেন। বুধবার রাতে বিরোধের জেরে জাকিরপক্ষের লোকজন বাবুল মিয়ার ওপর হামলা চালায়। হামলায় বাবুলসহ অন্তত সাতজন আহত হন। আহতদের উদ্ধার করতে গেলে বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এক স্থানীয় বাসিন্দা, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, “জাকির হোসেন একজন সুবিধাবাদী ব্যক্তি। ক্ষমতায় যেই দল থাকে, তিনি সেই দলের ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম চালান। সম্প্রতি তিনি জিয়া মঞ্চে যোগ দিলেও এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রাজনীতির চেয়ে দখলবাজি ও চাঁদাবাজিতে বেশি সক্রিয়।”

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও হাসপাতালে যাই। হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি, যার মাথায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.