× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ১৯:০৮ পিএম

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্রসেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি এ বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে বিএনপি হেল্প সেলের উদ্যোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল ৩০০ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনার পাশে থাকতে পারি, মাঝে মাঝে নয়। যারা প্রতিদিন খেতে, প্রতিদিন কাপড় পরতে এবং অসুস্থ হলে ওষুধ খেতে সমস্যায় পড়েন, তাদের জন্য আমরা নিয়মিতভাবে সহযোগিতা করতে চাই। এজন্য নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এসময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রমের পরে নুরুল ইসলাম নয়ন জাহানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন, সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.