× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোগীদের মাঝে আর্থিক সহযোগিতা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ১৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

২৩শে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে  সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সমাজসেবার অধীনে ২৭ জনকে ৮০ হাজার টাকা সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে গরিব অসহায় অসুস্থ রোগীদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন  ইউ এন ও ফারজানা রহমান। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সমাজসেবা অফিসার মোঃ ইকবাল হোসেনের উপস্থিতিতে তিনি  বলেন, আমি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই সোনারগায়ে যোগদান করি। তারপর থেকে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় রাস্তা-ঘাট, স্কুল -কলেজ, মসজিদ- মাদ্রাসা, যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য ডেউটিনের ব্যবস্থা এবং অসহায় রোগীদের আর্থিক সহায়তা সরকারিভাবে প্রদান করে যাচ্ছি।

আমি মনে করি সোনারগাঁও উপজেলায় সরকারিভাবে  যতগুলো কাজ আসে সেগুলো জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। আমি যথেষ্ট চেষ্টা করি জনগণের কল্যাণে কাজ করার। আমি সোনারগাঁকে একটি আধুনিক মডেল হিসেবে রূপান্তর করতে চাই। যদি আপনাদের সহযোগিতা থাকে। আপনারা আমাদের কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীতে সোনারগাঁও কে উপজেলার বিভিন্ন জায়গায় অসম্পূর্ণ কাজগুলোই সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাব। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.