মৌলভীবাজারের জুড়ীতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ও তাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের হলরুমে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবিরের তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি রুবেল আহমদ, এবং সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আব্দুর রহমান মাসুম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মু. ইউসুফ ইসলাহী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ার, উপজেলা সেক্রেটারি এম. আব্দুল্লাহ, এবং বায়তুলমাল সম্পাদক মারুফ আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে কলেজ শাখার সেক্রেটারি সাকিফ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক তাসনিম আব্দুল্লাহ, সারুফ আহমদ, আব্দুল আজিজ, মেহেদী হাসান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের দিকনির্দেশনা, আত্মউন্নয়ন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।