× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরিভোজ আর ভালোবাসার বন্ধনে 'নিঙোল চাকৌবা'

কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ১৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত।

‘নিঙোল চাকৌবা’ মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরীদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ উৎসব পালন করে মৈতৈ মণিপুরী সম্প্রদায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস।

অনুষ্টানের অওয়াতোবম সমরেন্দ্র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক (NCP) সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ,আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার,সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ।

উৎসবের শুরুতে  অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, আমাদের মধ্যে যে সর্ম্পক আছে সেটা খুবই সুন্দর। আমরা একে উপরের প্রতি খুবই আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে। 

অনুষ্ঠানে শতাধিক ভাইবোন’কে ভূরিভোজ করানো ও উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোন’ কে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতি বছর কার্তিক মাসে এটি হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত অঞ্চলে এ উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়ে আসছে। ভাইয়েরা তাঁদের বোনদের ভূরিভোজের আমন্ত্রণ জানান। খাওয়া-দাওয়ার পর তাঁরা বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.