× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ২০:৪১ পিএম

লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

নড়াইলের লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫ টায় লোহাগড়া থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই তারক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা,  জনপ্রতিনিধি, ইমাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রকিবুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল জেলা বিএনপির সম্পাদক মন্ডলির সদস্য ও লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার এসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন মোল্যা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইন্জি: তাইবুল হাসান,  ইমাম মোস্তফা কামাল, হাফেজ আব্দুর রহমান, ফেরদৌস শেখ, কাজী মিজু আহমেদ,  ইকরাম মৃধা, মশিয়ার রহমান সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু সহ প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.