মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা দেড় হাজার ঘনফুট বালু সহ দুটি ইঞ্জিল চালিত নৌকা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু ব্যারেজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে বালু সহ ইঞ্জিল চালিত দুটি নৌকা আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে মনু নদীর মনু ব্যারেজ এলাকায় অবৈধ বালু উত্তোলন হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন এর নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পুলিশ সহ অভিযান চালানো হয়।
অভিযানের খবর আগে থেকে আঁচ করতে পেরে বালু উত্তোলনের সাথে জড়িতরা বালু বোঝাই নৌকা রেখে পালিয়ে যায়। এ সময় সেখানে বালু সহ নৌকা দুটি আটক করা হয়।
আটক বালু ও নৌকা চাঁদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্তাবধানে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন মনু ব্যারেজের দ্বায়িত্বে থাকা আনসার সদস্যদের জিম্মায় রেখে দেয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। তবে অবৈধভাবে বালু উত্তোলনে কারা জড়িত তা তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন।
শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. রাজিব হোসেন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেড় হাজার ঘনফুট বালু বোঝাই দুটি ইঞ্জিল চালিত নৌকা দেখতে পেয়ে তাৎক্ষণিক নৌকাগুলো আটক করি। তিনি বলেন, তিন ঘন্টার ওই অভিযানে সেখানে জড়িত কাউকে পাওয়া যায়নি।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।