× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুইশ পনেরো বছরের পুরোনো মেলা

ঝালকাঠি প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৫, ১৪:১৫ পিএম

ঝালকাঠির কাঠালিয়ার তালতলায় দুইশত পনের বছরের পুরোনো ঐহিত্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর এ মেলা শুরু হয়ে আজ ২৫ অক্টোবর রোজ শনিবার সকালে শেষ হয়েছে। কালিপূজা উপলক্ষ্যে পাঁচদিনব্যাপী এ মেলায়  নারী ও শিশুদের ব্যবহৃত হাজারো রকমের পন্যের পসরা সাজিয়ে বসেছে শত শত দোকান। অপরদিকে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানও কম নয় এ মেলায়। পাঁচদিনের এ মেলায় নানা বয়সের নারী, পুরুষ ও শিশুরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত আসা-যাওয়া করছে। চলছে বেচা-কেনার ধুমধাম। পূজা কর্তৃপক্ষ দর্শনার্থীর বিনোদনের জন্য কবি ও রয়ানি গানের আয়োজন করেছেন। মেলায় উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর মেলা ভক্ত হাজার হাজার লোক এখানে একত্রিত হন।

সাথী নামে এক দর্শনার্থী বলেন, হিন্দু-মুসলিম সবাই এই মেলায় আসে। এখানে স্বল্প দামে সব জিনিসপত্র পাওয়া যায়। প্রতিবছরই এই মেলায় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করি।

মেলার আয়োজক কমিটির সভাপতি সমির দাস বলেন, ছোটবেলা থেকে দেখছি এভাবেই প্রতিবছর এই কালি ও মনসা পূজা উপলক্ষে মেলা হয়ে আসছে। প্রতিবছরই বাড়ছে মেলার পরিধি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে, মেলার সময়সীমা বেশি হলে সবার জন্যই ভাল হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.