কুষ্টিয়া জিলা স্কুল ময়দানে পূর্বাচল ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে মজমপুর ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুদ্দিন বিশ্বাস সামু সভাপতি, পূর্বাচল ক্লাব, পূর্ব মজমপুর কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল ভাদু সাধারণ সম্পাদক, পূর্বাচল ক্লাব, পূর্ব মজমপুর কুষ্টিয়া। 
ফাইনাল খেলায় কুষ্টিয়া ফল ব্যবসায়িক, চ্যাম্পিয়ন। রানার আপ এ আর মটর্রস। খেলায় উদীয়মান খেলোয়াড় নির্বাচন হয়েছেন নিরব, রাফসান, সোয়াদ।
উক্ত খেলার সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম রোজ, সম্মানিত সদস্য পূর্বাচল ক্লাব,পূর্ব মজমপুর কুষ্টিয়া খেলাটির পরিচালনায় ছিলেন প্রদীপ। 
খেলা শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি সামসুদ্দিন বিশ্বাস সামু বলেন তোমরা খেলার প্রতি আরও মনযোগী হও, পূর্বাচল ক্লাব সব সময় খেলার সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি গোলাম রসুল ভাদু খেলোয়াড় দের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে পুরষ্কার বিতরণ করেন।