নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুরের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লিখন সরদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের উপর হামলা-এ তিনটি মামলা রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর কালকিনি থানা পুলিশ লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে তিনি ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
এছাড়া, ২০২১ সালের ২৮ জানুয়ারি উপজেলার মৃধাকান্দি এলাকায় লিখন সরদারের নেতৃত্বে মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি একেএম সোহেল রানা) বলেন,
সন্ত্রাসবিরোধী আইনে পলাতক অবস্থায় আবু সাইদ সরদার লিখনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলার মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”