× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াতের প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রা

‎পাবনা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

. পাবনা-২

নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৫ অক্টোবর)  সকাল ৯টা থেকে সুজানগর পৌর শহর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে  শত শত মোটরসাইকেলে অসংখ্য দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।

‎শোভাযাত্রাটি সুজানগর ও বেড়া উপজেলার ২০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকা সহ পাবনা দুইয়ের নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেড়া সিএন্ডবি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

‎এর আগে পথে পথে পাবনা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন  সংক্ষিপ্ত বক্তব্যে  ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করে তাঁর উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

‎আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকায় নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

‎এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত, জেলা কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম,  বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক- ই আযম, সেক্রেটারি ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি মকবুল হোসেন বকুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

‎পরে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের এমপি পদপ্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, পাবনা-২ আসনের ভোটারেরা জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারবে সুখী, সমৃদ্ধ, ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। জনগণের সেই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে।

‎তিনি বলেন,  পাবনা-২ আসনে  দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে । সকলকে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বেড়া ও সুজানগরের মানুষ আমার হৃদয়ের স্পন্দন মনে করি। এই দুই উপজেলা আমার শরীরের অংশ। আমি এমপি হলে দুটি উপজেলাকে একচোখে দেখা হবে। কোন বৈষম্য করা হবে না। এই সিএন্ডবি মোড় সাক্ষী থাকবে আমি যদি সংসদে যাই তাহলে এই মোড়কে আধুনিক মোড়ে রুপান্তর করা হবে।

‎তিনি আরো বলেন,জনগণ ফ্যাসিবাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামায়াতকে ক্ষমতায় আসীন করতে চায়। তাই পাবনা-২ নির্বাচনী এলাকার সবার কাছে পৌঁছার এবং তাদের খোঁজখবর নিতে পাশে থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে শহরে ও গ্রামে উভয়দিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

‎পাবনা-২ নির্বাচনী এলাকার জনগণের আমৃত্যু খেদমত করে যাবো, ইনশাআল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, আগামীর নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। যদি কেউ কেন্দ্র দখলের হুমকি দেয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের বিজয়ের মাধ্যমে সুজানগর-বেড়াবাসী সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে জনগণের মুক্তি মিলবে। জনগণ আমাদের ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.