কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সহকারী অধ্যাপক এম এ আব্দুল গনিকে ১ মিনিটে কল রেকর্ডে অশ্লীল গালমন্দ ও হত্যার হুমকি দেন একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বিএনপি’র পদবঞ্চিত নেতা মো. জহির মোল্লা। শনিবার বিএনপির সভাপতি আব্দুল গনি হোমনা থানায় উপস্থিত হয়ে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি জিডি করেন।
থানায় করা তার লিখিত জিডিতে উল্লেখ করেন বৃহস্পতিবার বিকাল চারটা ১৫ মিনিটে তার ব্যবহারিত মোবাইল ফোনে রাজনীতির প্রতিহিংসার কারণে জহির মোল্লা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও সুযোগ পাইলে আমাকে প্রাণে মারিয়া ফেলিবে বলিয়া মারাত্মকভাবে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি ও ধমকি দেন। বিবাদী আমার নিজ বাড়িতে মারার জন্য যান, সেখানে আমাকে না পেয়ে মোবাইল ফোনে হুমকি দেন।
জিডিতে আরো উল্লেখ করেন বিবাদী যেকোনো মুহূর্তে আমার মারাত্মক ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিবাদী মুঠোফোনে আমার দলীয় নেতা বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াকে নিয়ে সামাজিক মাধ্যম ও ফোনে কটুক্তি সহ নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এদিকে এই ঘটনা হুমকি দাদাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং তীব্র নিন্দা
জানিয়েছেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও তার নিজ গ্রামবাসী।