× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নুরুদ্দিন অপুর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

শরীয়তপুর প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আগমন আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করছে নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঐকান্দি শাদু বেপারী বাড়ি মসজিদ মাঠে গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে এ সভা অনুষ্ঠিত হয়। 

নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী নুর কবিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন বেপারী’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুবুর রহমান হিরু তালুকদার, আক্তার হোসেন রাড়ি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জুয়েল মাদবর,ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ি, উপজেলা ছাত্রদলের সাবেক  সভাপতি আবু সায়েম খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান খান, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পল্টন মাঝি,ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাহবুবুর রহমান বাবু বেপারী,নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা বেপারি প্রমুখ।  

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব জনপ্রিয় নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাই’র আগমনকে ঘিরে ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রিয় নেতাকে আমরা সংসদে পাঠাবো।”

জেলা স্বেচ্ছাসেবল দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু একজন সাহসী সৈনিক। তার নেতৃত্বে ভেদরগঞ্জসহ শরীয়তপুর জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছি। শরীয়তপুর-৩ আসনের উন্নয়ন করতে হলে তাকে ভোট দিতে হবে। তাই আগামী নির্বাচনে মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু ভাই এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের রাস্তাঘাট ও স্কুল-কলেজে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.