× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বাজারে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত-রাত দুটায় বলিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের অমল নামে চায়ের দোকানে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে একে একে ১১টি দোকানপাট পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এনিয়ে প্রায় দুইবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এই বলিবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

দুটি দোকানের মালিক ও সাবেক মহিলা ইউপি সদস্য মাসিং উ মারমা। তার দুটি দোকান ছিল একটি বাজেমাল ও অপরটি ইলেকট্রনিক্স শপ। তার দুটি দোকানও পুড়ে গেছে। পরশু তার ছেলে বিয়ে। এখন সবকিছু হারিয়ে নিশ্ব হয়ে পড়েছেন। তিনি বলেন, আমার সবশেষ। তিলে তিলে গড়া দুটো স্বপ্নের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি।

স্থানীয় বাসিন্দা ইসলাম বলেন, রাত দুইটায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে প্রায় ১৩টি দোকানপাট ও বসতঘর পুড়ে যায়। 

থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পি আ মোহাম্মেদ বলেন, রাতে একটি চায়ের দোকানদার চুলার উপরে লাকড়ি শুকাতে দিয়েছিল। সেই লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ মতন হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.