× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝুঁকিপূর্ণ ব্রিজ যেন মৃত্যুফাঁদ

উবাসিং মারমা, রুমা (বান্দরবান)

২৬ অক্টোবর ২০২৫, ১৩:০৬ পিএম

বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩৬৬ নং সেগুন মৌজার ঠান্ডা ঝিরি এলাকায় অবস্থিত একটি পুরনো ব্রিজ এখন স্থানীয়দের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির নিচের ঢালাই অংশ ফেটে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পাশের রেলিংগুলো ভেঙে পড়ে আছে। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়েই পারাপার করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এর নিচের অংশে রড বেরিয়ে এসেছে, উপরের পাটাতন ভেঙে গর্ত হয়ে গেছে। পায়ে হাঁটা, সাইকেল বা মোটরবাইক চালক-সবার জন্যই ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই ব্রিজটি দিয়ে আমতলী পাড়া, সেগুনপাড়া, নতুন চেয়ারম্যান পাড়া ও সদরঘাট এলাকার শত শত মানুষ প্রতিদিন উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করে। কৃষক ও জুমচাষিদের জন্য এটি একমাত্র চলাচলের পথ।

স্থানীয় বাসিন্দার অংসিংচিং মারমা বলেন, আমরা জুমে মালপত্র নিয়ে যেতে এই ব্রিজই ব্যবহার করি। এখন ব্রিজে উঠলেই মনে হয় ভেঙে পড়বে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। 

আমতলী পাড়ার বাসিন্দা শৈক্যসিং মারমা জানান, এই ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুলছাত্রছাত্রীরাও যাতায়াত করে। একদিন না একদিন বড় বিপদ ঘটবে-এই ভয়েই আমরা বেঁচে আছি।

রুমা উপজেলার সাবেক চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, এই ব্রিজটি প্রায় ২০ থেকে ২৫ বছর আগে নির্মিত হয়েছিল, আমি তখন ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। এত বছর পর এটি এখন সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা অনিবার্য।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগে যেন দ্রুত এই ব্রিজটি মেরামত বা পুনর্নিমাণ করা হয়। না হলে একদিন বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.