× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিলাহাটিতে পথসভা

রোজি বেগম, চিলাহাটি (নীলফামারী)

২৬ অক্টোবর ২০২৫, ১৪:২৯ পিএম

নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার দিনব্যাপী চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলার  সাবেক সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম কালু ও সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। এছাড়াও স্থানীয় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী বলেন- এলাকার মানুষের উন্নয়ন চাই, এলাকার মানুষ অনেক দূরে এগিয়ে যাক, নতুন প্রজন্মরা সুশিক্ষায় শিক্ষিত হউক। এলাকার বিভিন্ন রাস্তাঘাট সংস্কার ও কাজ করার কথা বলতে গিয়ে বলেন, ডোমার-ডিমলার প্রত্যেকটি ইউনিয়নের কোন রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। 

তিনি আরও জানান- আসন্ন নির্বাচনে প্রত্যেকটি আসনে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.