চন্দনাইশ ফুড কার্নিভালে অংশগ্রহণ কারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার স্টলে অংশগ্রহণ কারী ২৪ টি স্টল এবং চড়ুই ভাতি-২৫ ৭০ জন উদ্যোক্তা অংশ নেয়।
শনিবার (২৫) অক্টোবর বিকেলে আনোয়ারা পার্কি বীচে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিূদ সমাজ সেবক সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম রাহী। চন্দনাইশ উদ্যেক্তা ফাউন্ডেশনের সভ
মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত যথাক্রমে ছিলেন চন্দনাইশ উদ্যেক্তা চেয়ারম্যান মো.জিয়া উদ্দীন, মো. তারেক, সাইমা সুলতানা রুম্পা, সিরাজুল মুনির ইমরান, তাহিয়া সুলতানা, সঞ্চালনায় ছিলেন কাজী মিজবাহ উদ্দীন কাজী মিজবাহ উদ্দীন।
প্রধান অতিথি বলেন, বর্তমানে হোম মেইড খাবারের জনপ্রিয় হয়ে উঠেছে স্টলে অংশগ্রহণ কারী উদ্যোক্তারা নিজেদের হাতে বানানো নাস্তা বানিয়ে স্টলে সেরা বিজয়ী হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সাহসী ভূমিকা রেখেছেন। আমাদের সবাইকে দক্ষতা বৃদ্ধির বিষয়ে সচেতন হতে হবে।
স্টলে সেরা বিজয়ী প্রথম স্থান অর্জন করেছেন জেরিন সুলতানা ২য় স্থান নিজাম উদ্দিন সাকিব, ৩য় স্থান করেছেন মরিয়ম বেগম। হোম মেইড খাবারের হাতে বানানো নাস্তায় প্রথম স্থান করেছে তাহিয়া সুলতানা, হোম মেইড কেক বানানো প্রথম স্থান করেছে শারমিন সুলতানা। স্টলে অংশগ্রহণ কারী সকল উদ্যোক্তাদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।