কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শহরের আখড়াবাজার শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ও প্রধান অতিথি সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হলেও এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তাঁরা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো।’
সারজিস আলম আরো বলেন, ‘এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান–পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। তাঁরা এত শহীদের ওপর, এত রক্তের ওপর দাঁড়িয়ে ওইখানে আছেন। তাঁরা যদি এখন জীবনের ভয় করেন তাহলে তো ওই দায়িত্ব তাঁদের নেওয়া উচিত ছিল না। তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বিশেষ অতিথি এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, বিশেষ বক্তা এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারসহ জেলা পর্যায়ের নেতবৃন্দ।
এ সময় কিশোরগঞ্জ জেলা ও উপজেলার নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।