কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনের আগে চলন্ত ট্রেনে এক যাত্রীর ওপর লাঠি দিয়ে হামলা করে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেছে তিন যুবক। এতে যাত্রীদের মধ্যে এক প্রকার শঙ্কা বিরাজ করছে। রেল স্টেশনে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান অনেকে।
ভুক্তভোগী উজ্জ্বল বড়ুয়া জানান, গতকাল সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি রামু রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। প্রায় ১১টার সময় ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি জানালার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে প্রাকৃতিক দৃশ্য ধারণ করছিলেন।
সে সময় রেললাইনের পাশে বসে থাকা তিনজন যুবকের একজন হঠাৎ লাঠি দিয়ে তার হাতে আঘাত করে এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন এবং মোবাইলটি ট্রেনের ভেতরেই ধরে রাখতে সক্ষম হন।
হামলার শিকার উজ্জ্বল বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়ার বাসিন্দা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।