× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩১ দফা বাস্তবায়নে মাঠে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা নাসির আহমদ শাহীন

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৬ অক্টোবর ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন মৌলভীবাজার শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন। 

রবিবার (২৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা, সাইফুর রহমান সড়ক, আদালত সড়কসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। 

এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তিনি।

লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহীন বলেন, বাংলাদেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি যুগান্তকারী রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রত্যাশায় মুখিয়ে আছে। এই ৩১ দফাই সেই মুক্তির দিশা দেখাবে।

তিনি বলেন, বিদেশে থাকা সত্ত্বেও আমরা প্রবাসীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনের অংশীদার। দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার জনগণের হাতে ফিরে আসে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন, যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক প্রশাসন, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, এবং প্রবাসী কল্যাণে নীতিগত পরিবর্তনসহ জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।

নাসির আহমদ শাহীন বলেন, মৌলভীবাজারসহ সারা দেশে আমরা এই ৩১ দফা প্রচারের মাধ্যমে মানুষের মাঝে নতুন আশার আলো জ্বালাতে চাই। মানুষ এখন পরিবর্তন চায় এই পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র তারেক রহমান।

কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার শহরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.