× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিশু শিক্ষা একাডেমি পেল প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষা একাডেমি (প্রাথমিক শাখা) প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি পেয়েছে। শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এলাকার অন্যতম সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসার পর অবশেষে বিদ্যালয়টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। গত ১৩ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বড়লেখা উপজেলা শিক্ষা অফিসে শিশু শিক্ষা একাডেমিসহ ৫টি বিদ্যালয়ের স্বীকৃতি অনুমতিপত্র প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “৯ অক্টোবর তারিখে সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমতিপত্র প্রদানের বিষয়টি জানানো হয়েছে। এই স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

জানা যায়, বড়লেখা উপজেলায় প্রাইভেট কেজি লেভেলের স্কুলের সংখ্যা প্রায় ৭০টি। এর মধ্যে ৪০টি বিদ্যালয় সরকারের কাছে পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করে। কর্তৃপক্ষ সকল দিক যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করে উপজেলার ৫টি বিদ্যালয়কে “বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩”-এর বিধি ৪ এর উপবিধি (৫)-এর অধীনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঠদানের অনুমতি প্রদান করে। বিদ্যালয়গুলো হলো— শিশু শিক্ষা একাডেমি বড়লেখা, ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি, আলহেরা একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা এবং গাংকুল পঞ্চগ্রাম কেজি।

এ বিষয়ে শিশু শিক্ষা একাডেমি বড়লেখার প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন, “এই অর্জন শুধু বিদ্যালয় বা পরিচালনা কমিটির নয়, বরং অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাব।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.