× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বেচ্ছাশ্রমে ৩ লক্ষ কেজি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

২৭ অক্টোবর ২০২৫, ১৩:২০ পিএম

সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২০২২ সাল থেকে এ পর্যন্ত ৩ লক্ষ কেজিরও বেশি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ায় আয়োজিত “প্লাস্টিকের বিনিময়ে বাজার” কর্মসূচিতে এই তথ্য জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও বিদ্যানন্দ কর্তৃপক্ষ। সমুদ্রের প্লাস্টিক দূষণ প্রতিরোধে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দিনব্যাপী চলা এ কর্মসূচিতে সমিতিপাড়ার সমুদ্রপাড়ের প্রায় ৫০০ প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য ক্রয়ের সুযোগ পান।

সরেজমিনে দেখা যায়, বিদ্যানন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রায় ১৯ ধরনের নিত্যপণ্যে সাজিয়েছে একটি অস্থায়ী সুপারশপ। যেখানে ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে ৬টি ডিম, ১ কেজি চাল, ৫ কেজি প্লাস্টিকে ১ লিটার তেল, ২ কেজি প্লাস্টিকে ১ কেজি ডালসহ নানা পণ্য পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন,মাইকিং শুনে এক সপ্তাহ ধরে প্লাস্টিক কুড়িয়ে ১১ কেজি জমিয়েছি। এগুলো দিয়ে আজ প্রায় ৮০০-৯০০ টাকার বাজার করেছি। ভাঙারির দোকানে নিলে ৩০০ টাকার বেশি পেতাম না। এরকম বাজার নিয়মিত হলে আমি বীচ থেকে প্লাস্টিক কুড়িয়ে জমিয়ে রাখব।

স্বেচ্ছাসেবক মো. মুবারক বলেন, প্লাস্টিক দূষণ রোধে মানুষের অভ্যাসগত পরিবর্তন দরকার। তাই আমরা সচেতনতা তৈরিতে ইনোভেটিভ উদ্যোগ নিচ্ছি। সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে সৈকতে ভাস্কর্য প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন জানান, প্রতি বছর কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় ৪ মাসব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে ২ লক্ষ কেজি প্লাস্টিক সংগ্রহ ও ১০০% রিসাইকেলের লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে ২৭ হাজার কেজি সংগ্রহ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, কক্সবাজারের জীববৈচিত্র্য ও পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষায় বিদ্যানন্দ ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে। এর মাধ্যমে যেমন পরিবেশ উপকৃত হচ্ছে, তেমনি প্রান্তিক মানুষও খাদ্য সহায়তা পাচ্ছেন। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.